• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

পাঁচ দিন ধরে বিদ্যুৎবিহীন শরণখোলা


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৮:৫৬ পিএম
পাঁচ দিন ধরে বিদ্যুৎবিহীন শরণখোলা

বাগেরহাটের শরণখোলায় পাঁচদিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এর ফলে সেখানকার গ্রামের হাজারো মানুষ অন্ধকারে রাত কাটাচ্ছেন। গত শুক্রবার ও শনিবার শরণখোলা উপজেলায় ব্যাপক কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলে। ঝড়ে গ্রামাঞ্চলের গাছপালা ভেঙে বিদ্যুৎ লাইনের ওপরে পড়ায় তার ছিড়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, গত চার দিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। উপজেলার শরণখোলা, খুড়িয়াখালী, সোনাতলা, বগী, তাফালবাড়ী, কদমতলা, খাদা, উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর, নলবুনিয়া, গোলবুনিয়া খোন্তাকাটা, জানেরপাড়, ধানসাগর, মধ্যেবাধালসহ অনেক জায়গায় এখনো বিদ্যুৎ লাইনে কাজ না করায় বিদ্যুৎ সচল হয়নি।
বিদ্যুৎ লাইন চালু না হওয়ায় ওই এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। বিদ্যুতের অভাবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।

এদিকে উপজেলার গোলবুনিয়া এলাকায় বিদ্যুৎ লাইন দ্রুত চালু করার কথা বলে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

শরণখোলা পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহমুদ সুমন জানান, বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরো দুই দিন সময় লাগবে। দ্রুত লাইন চালুর লক্ষ্যে তাদের কর্মীরা নিরলস কাজ করছেন।

Link copied!