রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাদশা শেখ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া কর্নেশনা এলাকার আঙ্কের শেখের পাড়ায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
বাদশা শেখ চর দৌলতদিয়া আইন উদ্দিন শেখের পাড়ার নুরু শেখের ছেলে।
দৌলতদিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য গফুর এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, “আমরা জেনেছি একটি কিশোর বজ্রপাতে মারা গিয়েছে। এ বিষয়ে একটি অপঘাতে মৃত্যুর মামলা হয়েছে।”