পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির বোয়াল


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ১১:২৯ এএম
পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির বোয়াল

রাজবাড়ী ও ফরিদপুরের সীমানায় কামারডাঙ্গী এলাকায় পদ্মার মোহনায় ১৬ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকাল ৬টার দিকে পলাশ হালদার নামের এক জেলের জালে এই বিশাল বোয়াল মাছটি ধরা পড়ে। পরে দৌলত‌দিয়া ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছ‌টি কি‌নে নেন।

সকাল সা‌ড়ে ৭টার দি‌কে সম্রাট শাজাহান শেখের কাছ থেকে ২ হাজার ৩০০ টাকা কে‌জি দ‌রে মোট ৩৬ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন ফ‌রিদপুর মধুখালীর এক ব্যবসায়ী।

সম্রাট শাজাহান শেখ জানান, পদ্মার মাছ এম‌নি‌তেই সুস্বাদু, তারপর য‌দি হয় বড় আকা‌রের, তাহ‌লে তো কথ‌াই নেই। সব সময় পদ্মার মা‌ছের চা‌হিদা থা‌কে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপ‌তিরা ব‌লে রা‌খে। ভালো মাছ পে‌লে তা‌দের দি‌তে। কিন্তু সব সময় তো বড় মাছ পাওয়া যায় না। আজকের মাছ‌টি কেনার স‌ঙ্গে স‌ঙ্গেই কে‌জি‌তে ১০০ টাকা লা‌ভে বি‌ক্রি করেছি।
 

Link copied!