পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে আবার ফেরির ধাক্কা লেগেছে। শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর পিলারে আঘাত হানে ফেরি।
বিষয়টি নিশ্চিত করে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন জানান, শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামে একটি ফেরি পিলারটিতে ধাক্কা দেয়।
বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক সাফায়েত আহমেদ বলেন, “ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরিটির বাইরের অংশে একটু ক্ষতি হয়েছে।”
এদিকে কাকলি ফেরির চালক বাদল হোসেন বলেন, “আমাদের আসার কথা ছিল বাঁ দিয়ে, কিন্তু বাতাস আর ঢেউয়ের কারণে আমরা আসতে পারিনি “
এর আগে সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ জন যাত্রী আহত হয়। গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল।