• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে প্রত্নসামগ্রীসহ আটক ১


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২২, ১১:১৪ এএম
পদ্মা সেতুর টোল প্লাজার সামনে প্রত্নসামগ্রীসহ আটক ১

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা টোল প্লাজার সামনে থেকে প্রত্নসামগ্রীসহ জসিম উদ্দিন (৫৫) নামের এক বাসযাত্রীকে আটক করেছে সেতুর দক্ষিণ থানার টহলরত পুলিশ।

বুধবার (২৯ জুন) রাত একটার দিকে কলকাতা থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাস থেকে প্রত্নসামগ্রীসহ তাকে আটক করা হয়।  

আটক জসিমের বাড়ি ভোলার চরফ্যাশনে।

শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশ্রাফুজ্জামান গণমাধ্যমকে জানান, জসিম উদ্দিনের কাছ থেকে প্রাচীন তিনটি সিংহের মূর্তি, কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুটি ভিডিও ক্যামেরা জব্দ করা হয়। এসব পণ্যের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জসিম। এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।

অবৈধভাবে প্রাচীন স্থাপত্য ও মূর্তি পাচারের অভিযোগে জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

Link copied!