পদ্মা ও যমুনার পানি বিপৎসীমার উপরে, পানিবন্দী মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৩:৪০ পিএম
পদ্মা ও যমুনার পানি বিপৎসীমার উপরে, পানিবন্দী মানুষ

পদ্মা ও যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজবাড়ী

পদ্মার পানি ক্রমশ বাড়ায় পানিবন্দী হয়ে পড়েছে জেলার নিম্নাঞ্চলের ও চরাঞ্চলের হাজারো মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি পয়েন্টেই পানি বেড়েছে। গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের বারেক মোল্লা বলেন, “বিগত কয়েক দিনে আমরা পানিবন্দী অবস্থায় আছি। আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। আমরা নিজ খরচে বাঁশের একটা সাঁকো বানাইয়ে নিছি।”

একই এলাকার পানিবন্দী আছিমা খাতুন বলেন, “বন্যার পানি উঠাতে আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি। রান্না-বান্না করতে পারতেছি না। খাওয়া দাওয়ার কোনো ঠিকঠিকানা নাই।”

মিজানপুর ইউনিয়নের আব্দুল হালিম বলেন, “এই যে আমরা কয়েকদিন ধরে পানিবন্দী কিন্তু এখন পর্যন্ত কোনো চেয়ারম্যানকে আসতে দেখলাম না আমাদের খোঁজ নেওয়ার জন্য।”

দৌলতদিয়া ইউনিয়নের সালমা আক্তার বলেন, “আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। সবসময় ভয়ে থাকতে হয় কখন ছোট বাচ্চা কাচ্চা পানিতে পড়ে যায়।”

কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের সলিম শেখ বলেন, “আমরা ঠিক মতন খাবার পানি পাচ্ছি না। আমাদের ফসল নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে। আমরা এখন সারা বছর খাব কি? সরকারি সহয়তা না পেলে।”

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক বলেন, “আমাদের কাছে এখনো নির্দিষ্ট তালিকা নেই। তবে, আমরা কাজ করছি তালিকা তৈরির। প্রতি উপজেলায় ১০ মেট্রিকটন চাল পাঠানো হয়েছে।”

মানিকগঞ্জ

শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন বলেন, যমুনা নদীর আরিচা পয়েন্টে ৯ দশমিক ৪০ সেন্টিমিটারকে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৬টায় এ পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম করে।

গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বেড়েছে। উজানের ঢলের পানি বেড়ে এ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এ পয়েন্টে পানি বাড়ায় পদ্মা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোতে পানি বাড়ছে। এতে করে নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলেও জানান তিনি।