• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

নিয়ন্ত্রণ হারিয়ে ৪৫ যাত্রী নিয়ে বাস খাদে


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৫:২২ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে ৪৫ যাত্রী নিয়ে বাস খাদে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে বাসের অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাপরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে অন্তত ৪৫ যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। ভেদরগঞ্জ উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাপরাইল এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসের ২৮ যাত্রীকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বাসটির যাত্রী কলেজছাত্র মো. জিসান বলেন, “আমি কলেজ থেকে নোয়াখালীর বাড়িতে যাচ্ছিলাম। বাসটি ভালোভাবেই যাচ্ছিল। বাসের গতিও স্বাভাবিক ছিল। বাসের যাত্রীদের মধ্যে কেউ কেউ ঘুম ঘুম অবস্থায় ছিল। হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে পড়ে যায়।”

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তবে আমরা আসার আগে স্থানীয়রা আহত কিছু যাত্রীকে উদ্ধার করে। আমরা আহত ১২ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।”

Link copied!