• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ১০:৫০ এএম
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় ফলিস চন্দ্র রায় (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ধামইড় ইউনিয়নের ধুকুরঝাড়ী-কাহারোল সড়কের গিরিধরপুর এলাকায় আম গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফলিস উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাট (মাধবপুর) গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে। তিনি বোর্ডহাট মহাবিদ্যালয়ে চতুর্থ শ্রেণির একজন কর্মচারী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজের বাড়ি থেকে এক আত্মীয়সহ মোটরসাইকেলযোগে কাহারোল উপজেলার মুটুনির হাট উদ্দেশ্যে রওনা হন ফসিল। পথে ধুকুরঝাড়ী-কাহারোল সড়কের গিরিধরপুর এলাকার রাস্তা সংলগ্ন আম গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। এ সময় পথচারীরা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরল থানার উপপরিদর্শক (এসআই) অশ্বিনী রায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

Link copied!