• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

নিজ বাড়িতে গাঁজার গাছসহ ইউপি সদস্য গ্রেপ্তার


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৬:৫২ পিএম
নিজ বাড়িতে গাঁজার গাছসহ ইউপি সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজ বাড়িতে গাঁজার গাছসহ আব্দুস সাত্তার ওরফে বাটু মেম্বার (৬৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাঘাটার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

ওসি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সাথালিয়া গ্রাম থেকে আব্দুস সাত্তার গ্রেপ্তার করা হয়। তিনি সাথালিয়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। আব্দুস সাত্তার সাঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য।

মতিউর রহমান আরো জানান, এ ঘটনায় আব্দুস সাত্তারের বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হবে।

Link copied!