• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

নিখোঁজের ৬ ঘণ্টা পর নদীর চর থেকে দুই মরদেহ উদ্ধার


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২২, ০৭:৪৪ পিএম
নিখোঁজের ৬ ঘণ্টা পর নদীর চর থেকে দুই মরদেহ উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজের ৬ ঘণ্টা পর এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নূর আক্তার জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।

জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে গোসল করতে নেমে মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা সিকদার (৩৫), দুই ছেলে আবদুল করিম (১৬) ও মাহাথির মোহাম্মদ (৯)। এসময় সাঁতার কেটে অন্যরা তীরে আসতে পারলেও ভাগ্নী নূর আক্তার জুঁই ও মোস্তফা কাদের নিখোঁজ হন।

তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন আক্তার জানান, দুপুরের পর থেকে ফায়ার ব্রিগেড, স্থানীয় জেলে, ডুবুরি দল ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। বিকেল পৌনে ৫টার দিকে নূর আক্তার (১৭) ও ৬টার দিকে মোস্তফা কাদের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।

ওসি সাখাওয়াৎ হোসেন তপু জানান, বিকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে সেগুলো হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Link copied!