• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

নারীর প্রতি সহিংসতা রোধে কর্মপরিকল্পনার দাবি


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২২, ০৫:৩২ পিএম
নারীর প্রতি সহিংসতা রোধে কর্মপরিকল্পনার দাবি

জাতীয় কর্মপরিকল্পনায় পার্বত্য চট্টগ্রামের নারীদের জাতিগত ও ধর্মীয় সহিংসতা থেকে রক্ষায় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন খাগড়াছড়ির বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা। তারা এই অঞ্চলে যৌন নির্যাতন ও হয়রানি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখারও দাবি জানান।

সোমবার খাগড়াছড়ির একটি রেস্টুরেন্টে নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে আয়োজিত জেলাভিত্তিক ডায়ালগ অনুষ্ঠানে এসব দাবি করা হয়। জেলা পর্যায়ের নারী সংগঠন, স্থানীয় পর্যায়ে স্টেইক হোল্ডারদের সক্ষমতা তৈরির জন্য বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি এর আয়োজন করে।

এতে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সমন্বয়কারী নাসরিন বেগম, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক সেফালিকা ত্রিপুরাসহ হেডম্যান, কার্বারি, জনপ্রতিনিধি, নারী অধিকার কর্মী ও সাংবাদিকরা অংশ নেন।

Link copied!