মানিকগঞ্জের সাটুরিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ করে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাফি নামে এক প্রবাসীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জুলাই) বিকেলে অভিযুক্ত রাফিকে আটক করেছে পুলিশ। এর আগে দুপুরে ওই কলেজ ছাত্রী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
আটক রাফি উপজেলার হরগজ গ্রামের ফজলুল হকের ছেলে। ওমান প্রবাসী তিনি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, দুই বছর আগে রাফির সাথে একই এলাকার একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই কলেজ ছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের পর রাফি বিয়ের প্রলোভনে ওই কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। রাফি গোপনে ধর্ষণের সেই ভিডিও ধারণ করে রাখে। তার কিছুদিন পর সে ওমান চলে যায়। এরপর বিদেশ থেকে সেই গোপন ভিডিও তার বন্ধুদের মোবাইলে পাঠিয়ে দিলে তা ইন্টারনেটে ছড়িয়ে পরে। গত সপ্তাহে রাফি দেশে চলে আসে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাফি ধর্ষণের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ভুক্তভোগী কলেজ ছাত্রী সাংবাদিকদের বলেন, “রাফি আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। আবার ধর্ষণের সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”