ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৪:১৯ পিএম
ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন

নড়াইলের কালিয়ায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে। 

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে আদালত চত্বরে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে মামলা ভিন্নখাতে প্রবাহিত না হওয়ার দাবী রাখেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কাজী বশিরুল হক, মো. মাঈনুদিন, হালিমা বেগম।

গত ১৪ আগস্ট দুপুরে জোকা গ্রামে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২৪ আগস্ট রাতে ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে আব্দুর রউফ মোল্যা (৬২) নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের নামে কালিয়া থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযুক্ত আব্দুর রউফ মোল্যাকে গ্রেপ্তার করে।

পরিবার ও এলাকাবাসী জানায়, শিশুটি রউফের বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়ার পথে পিঠা খাওয়ানোর কথা বলে বসত ঘরের মধ্যে আটকে তাকে ধর্ষণ করে। ধর্ষণের কথা কারো কাছে বললে শিশুটিকে গুলি করে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়। ঘটনার পর থেকে ভয়ে শিশুটি কথা বলার শক্তি হারিয়ে ফেলে।
 

Link copied!