সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দোকানে ডেকে নিয়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায় সোমবার (২ আগস্ট) ভোরে উপজেলার নিজ বাড়ি থেকে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
স্কুলছাত্রীর মা জানান, তার মেয়ে পার্শ্ববর্তী একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো শনিবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল তার মেয়ে। কিন্তু পথে বৃষ্টি আসায় একটি মুদির দোকানের আশ্রয় নেয় মেয়েটি। এ সময় মুদি দোকানি মোস্তাফিজুর রহমান তাকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে রোববার সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।
এ ঘটনায় গতকাল রাতে মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর জানান, স্কুলছাত্রী ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।