• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুর্ঘটনায় দায় নেবে না রেল : সুজন


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০২:৩০ পিএম
দুর্ঘটনায় দায় নেবে না রেল : সুজন

রেলপথে সড়ক দুর্ঘটনার দায় রেল কর্তৃপক্ষ নেবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, “কেউ যদি এসে ধাক্কা খায়, সেই দায়ভার রেল কর্তৃপক্ষের না।”

সোমবার (১ আগস্ট) গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেশব্যাপী প্রদর্শনের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় অরক্ষিত রেলক্রসিং প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করার দায়িত্ব সড়ক বিভাগের। রেল তার নিজস্ব রাস্তায় চলে। সেই ব্রিটিশ আমল থেকে আমাদের প্রায় আড়াই থেকে তিন হাজার রেললাইন করা আছে। সেই লাইনের ওপর যদি নতুন করে সড়ক নেয় এবং দুর্ঘটনা ঘটে, সেই দায়ভার কে নেবে।”

নুরুল ইসলাম সুজন আরও বলেন, “আমাদের সব নতুন রেললাইনে হয় ওভারপাস না হয় আন্ডারপাস রয়েছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সব কটি পুরোনো রেললাইন। রেলগেটগুলো রাখা হয়েছে শুধু রেলের নিরাপত্তার জন্য। অন্য কারও নিরাপত্তার জন্য না।”

এ ভ্রাম্যমাণ জাদুঘরে তুলে ধরা হয়েছে ঐতিহাসিক ছয়দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, কাঙ্ক্ষিত স্বাধীনতা, যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!