• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

দালাল চক্রের ৫ জন আটক


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৯:৩৭ এএম
দালাল চক্রের ৫ জন আটক

নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের ১৭ হাজার টাকা জরিমানা করে।

প্রতারণাকারী দালাল চক্রের সদস্যরা হলেন শহরের কান্দিভিটা এলাকার মৃত আলী আশরাফের ছেলে শাকিল(১৯), কানাইখালী এলাকার আব্দুস সালামের ছেলে আব্দুর রব (৪২), মল্লিকহাটি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল (৩৩), পান্না প্রামাণিকের ছেলে আমিনুল ইসলাম (২৬) এবং বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মনজুরুল হক সুজন (৩০)।

র‌্যাব-৫ কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার চৌধুরী জানান, র‌্যাবের একটি বিশেষ দল বিকেলে নাটোর আধুনিক সদর হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জেলা পাসপোর্ট এলাকা থেকে সুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় দোষী সাব্যস্ত করে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা আক্তার। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানান কমান্ডার মেজর শাহরিয়ার চৌধুরী।

Link copied!