• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

তুচ্ছ ঘটনায় জেলেকে পিটিয়ে হত্যা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ০১:৫১ পিএম
তুচ্ছ ঘটনায় জেলেকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের খুরুশ্কুলে আবারও খুনের ঘটনা ঘটেছে। প্রতিবেশীর ভিটার ওপর দিয়ে হেঁটে যাওয়ায় আবদুল গফুর মাঝি নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে সদর উপজেলার খরুশ্কুল পেঁচার ঘোনা এলাকায় এ লোমহর্ষ ঘটনা ঘটে।

নিহত আবদুল গফুর মাঝি ওই এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন জেলে ছিলেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, প্রায় পাঁচ বছর আগে বাড়ির অদূরেই একটি ভিটা কিনে নিয়ে সীমানা দেয়াল দিয়ে রাখেন নিহত আবদুল গফুর মাঝি। ছয় মাস আগে তার পাশেই আরেকটি ভিটা কিনে বাড়ি করেন নূর আহামদ নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে সময় বাঁচাতে নূর আহামদের ভিটার ওপর দিয়ে যাচ্ছিলেন আবদুল গফুর। এতে ক্ষুব্ধ হন প্রতিবেশী নূর আহামদ। এই নিয়ে কথা-কাটাকাটি থেকে তর্কাতর্কি, পরে তা বাগ্‌বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে নূর আহামদ, তার স্ত্রী ও মেয়ে মিলে লাঠি দিয়ে পিটিয়ে আবদুল গফুর মাঝিকে মারাত্মকভাবে আহত করেন।

খবর পেয়ে আবদুল গফুরের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানিয়েছেন, নিহতের মরদেহটি মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!