• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট প্রেকক্টিসের দায়ে অর্থদণ্ড


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২২, ০৭:৫৪ পিএম
ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট প্রেকক্টিসের দায়ে অর্থদণ্ড

শেরপুরে নিয়ম ভেঙে ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার বসিয়ে প্রাইভেট প্রেকক্টিস চালু রাখার অভিযোগে দুই হাসপাতালকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বিভিন্ন অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলাকালে ওইসব জরিমানা আদায় করা হয়।

জানা যায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোবারক হোসেন এবং  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদের নেতৃত্বে অভিযান চলাকালে অনিয়মতান্ত্রিকভাবে ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার বসিয়ে প্রাইভেট প্রেকক্টিস করার অভিযোগে ‘আল মদিনা হাসপাতাল’কে ৪ হাজার এবং ‘নিরাপদ’ নামে একটি হাসপাতালে ১০ হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!