• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাকসহ মূসকবিহীন ৪ টন তামাক জব্দ, চালক-হেলপার আটক


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২২, ০৭:০৬ পিএম
ট্রাকসহ মূসকবিহীন ৪ টন তামাক জব্দ, চালক-হেলপার আটক

সিরাজগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে ট্রাকসহ ৪ টন মূসকবিহীন তামাক জব্দ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

বুধবার (২৫ মে) দিবাগত রাত ২টায় বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ ও সিরাজগঞ্জ জেলা এনএসআই-এর যৌথ অভিযানে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকা থেকে তামাকসহ ট্রাকটি (যশোর- ট ১১-১৩১৯) জব্দ করা হয়। এসময়ে ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও হেলপার মো. সজলকে (২২) আটক করে পুলিশ। তাদের দুজনেরই বাড়ি কুষ্টিয়া সদরে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, কুষ্টিয়ার দৌলতপুর থানার নাসির টোব্যাকোর কারখানা থেকে মূসক ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বানানোর উদ্দেশ্যে প্রক্রিয়াজাতকৃত ৪ টন তামাকের একটি চালান ট্রাকে ঢাকার উদ্দেশে বের হয়। এসময় জেলার এনএসআই ও বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে ট্রাকসহ চালাক ও হেলপারকে আটক করা হয়। পরে সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা এসে ট্রাকসহ তামাক জব্দ করে।

আসন্ন জাতীয় বাজেট ২০২২-২৩-এ তামাক ও তামাকজাত পণ্যের ওপর আরোপিত কর আরও বৃদ্ধির সম্ভাবনা থাকায় কিছু তামাকজাত পণ্য ব্যবসায়ী রাষ্ট্রীয় কর ফাঁকির এমন অপচেষ্টা করছে বলে জানান ওসি মোসাদ্দেক হোসেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!