ট্রাকচাপায় আনসার সদস্য নিহত


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৩:১৫ পিএম
ট্রাকচাপায় আনসার সদস্য নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় এনামুল হক (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

রোববার (২২ আগস্ট) সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল টাঙ্গাইলের ভূঞাপুর গ্রামের বাসিন্দা।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াদ হোসেন জানান, সকালে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের কাছে থাকা কাগজপত্রে জানা গেছে তিনি আনসার বাহিনীর সদস্য। 

তবে, তিনি কোথায় চাকরি করেন বা কোথায় যাচ্ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

Link copied!