• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ বন্ধু নিহত


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৪:৪৯ পিএম
ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ বন্ধু নিহত

ময়মনসিংহের নান্দাইলে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজিব মিয়া (৩২) ও একই এলাকার মো. চান মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে বিরিশিরি এলাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইনে বেড়াতে যাচ্ছিলেন। পথে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজিব মিয়া মারা যান। আহত সোবহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য মৃতদেহ ময়মনসিংহ কলেজ হাসপাতালে রয়েছে।”

Link copied!