ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০১:২৯ পিএম
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত

কুমিল্লার সদর দক্ষিণে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-ফেনী সড়কের উপজেলার গোয়ালমথন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার কমলপুর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী তসলিমা আক্তার (২৫) ও জেলার চৌদ্দগ্রামের কাশিনগর এলাকার শাহিনুল ইসলামের স্ত্রী মমতা আক্তার (২২)।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই সোহেল জানান, সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-ফেনী সড়কের উপজেলার গোয়ালমথন এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তসলিমা ও মমতা মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। নিহতদের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Link copied!