• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেকনাফে শিশু ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২২, ০৫:০৩ পিএম
টেকনাফে শিশু ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন

কক্সবাজারের টেকনাফে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ১৯ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৩ -এর বিচারক আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়া। তারা টেকনাফের হ্নীলার লেদার বাসিন্দা।

মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) একরামুল হুদা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৩ সালের ৩ এপ্রিল টেকনাফের দক্ষিণ লেদা এলাকায় পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে আসার পথে আসামিরা ৯ বছরের এক শিশুকে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এই ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে নূর মোহাম্মদকে প্রধান আসামি করে নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়ার নামে মামলা করেন। ১৯ বছর পর দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় দেন বিচারক।

মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ মারা গেছেন এজন্য তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!