পঞ্চগড়ের বোদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবিন চন্দ্র অধিকারী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রবিন চন্দ্রের। বুধবার (১৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েদ চৌধুরী।
নিহত রবিন চন্দ্র বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের কিসমত হরিপুর এলাকার বিদ্যামোহন অধিকারীর ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, একই এলাকার মৃত শম্ভু নাথ রায়ের ছেলে যোগেশ চন্দ্র রায় (৩৫), ইন্দ্র মোহন রায় (৩৭), নিতাই রায় (৩২) ও তার স্ত্রী সুন্তী রানী (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বোদা উপজেলার কিসমত হরিপুর এলাকায় বিদ্যামোহন ও যোগেশ চন্দ্র রায়ের মধ্যে জমি নিয় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে যোগেশ চন্দ্র রায়সহ তার পরিবারের লোকজন সেই জমিতে চাষাবাদের জন্য গেলে বিদ্যামোহনসহ তার ছেলে রবিন ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এসময় দুই পক্ষের সাথে সংঘর্ষ বাধে ও প্রতিপক্ষের আঘাতে রবিনসহ বেশ কয়েকজন আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিন চন্দ্রের মৃত্যু হয়।
এদিকে গ্রেপ্তার ৪ জনও সংঘর্ষে আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারায় রয়েছেন। তবে নিতাই রায় ও তার স্ত্রী সুন্তী রানীকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের দুজনকে জেলা হাজতে প্রেরণ করেন।
বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইমলাম জানান, জমি বিরোধের জেরের ঘটনায় নিহতের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে আসামি করে মামলা দায়ের করেন নিহতের বাবা বিদ্যা মোহন অধিকারী। মামলা দায়েরের পর চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।