• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ছাত্রদলের সভাপতি-সম্পাদক আটক


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২২, ০২:৩৫ পিএম
ছাত্রদলের সভাপতি-সম্পাদক আটক

মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) দুপুর ১২টার দিকে শহরের ভায়না এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা বিএনপির সদস্যসচিব আকতার হোসেন জানান, খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের কেন্দ্রীয় নেতার ওপর পুলিশের হয়রানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাগুরা জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের ভায়না এলাকা থেকে একটি মিছিল বের করে। পুলিশ সেখান থেকে ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ জনকে আটক করে।

সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, পুলিশ শহরের ভায়না এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ আটক করেছে। রহিম, সবুজসহ আটকদের অনেকের নামে একাধিক মামলা রয়েছে। 

Link copied!