• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

ছাত্র বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২২, ০১:০৯ পিএম
ছাত্র বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় ছাত্র বলাৎকারের অভিযোগে ইকরা ইসলামিক স্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) রাতে থানায় ওই শিক্ষার্থীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই রাতেই ইকরা ইসলামিক স্কুলে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মিজানুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খয়রাতুজ্জামানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রাতে তমালতলা ইকরা ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান ওই ছাত্রকে খেদমতের জন্য ডাইনিং রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন। পরে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করেন। ঈদুল ফিতরের ছুটি শেষে ওই ছাত্র স্কুলে যেতে চাচ্ছিল না। পরিবার থেকে তাকে স্কুলে যাওয়ার জন্য চাপ দিলে সে তার পরিবারকে ঘটনা খুলে বলে। মঙ্গলবার রাতে ওই ছাত্রের মা ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ওই ছাত্রের মা একটি লিখিত অভিযোগ করেন। পরে ওই রাতেই ইকরা ইসলামিক স্কুলে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
 

Link copied!