চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। তারা সকলেই সদর উপজেলার বাসিন্দা।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
এ বিষয়ে সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলাতে জেন-এক্সপার্টে ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে করোনায় মারা গেছেন চারজন। এরা সকলেই জেলা সদরের বাসিন্দা। এদিনে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি হয়েছেন একজন ও ছাড়া পেয়েছেন তিনজন। এ সময়ে করোনা শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ।
ডা. জাহিদ আরও জানান, জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৪২৪ জনের করোনা নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৭ জন। বর্তমানে ১৭৪ জন করোনা চিকিৎসাধীন রয়েছেন। আর করোনা ডেডিকেটেড ইউনিটে মোট ভর্তি রয়েছেন ১ হাজার ৯৬ জন ও ছাড় পেয়েছেন ১ হাজার ৬২ জন।
সিভিল সার্জন আরও জানান, গত আগস্ট মাসে মোট ৫ হাজার ৭১০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এতে করে মোট ৪০৬ জন করোনাতে আক্রান্ত হন। ওই মাসে করোনা শনাক্তের হার গড়ে ৮ দশমিক ৫ শতাংশ ছিল। আর তাই জেলায় করোনার প্রভাব কিছুটা কমলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ জানানোর পাশাপাশি মাস্ক ব্যবহারে জোড় দেন তিনি।