• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

চা-বাগানের টিলা ধসে নিহত ৪


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২, ০১:২৯ পিএম
চা-বাগানের টিলা ধসে নিহত ৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের টিলা ধসে চার শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল লাখাইছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অরুণ মাহালীর স্ত্রী রাধামনি মাহালী, স্বপন ভূমিজের স্ত্রী হীরা রানী ভূমিজ, মিথুন ভূমিজের স্ত্রী রীনা ভূমিজ ও রিপন ভূমিজের স্ত্রী পূর্ণিমা ভূমিজ।

আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, টিলা ধসের ঘটনায় চারজন চা-শ্রমিক মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। 

Link copied!