• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ফের শুরু


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ১০:১৮ এএম
চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ফের শুরু

কুমিল্লায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। 

রোববার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নিলে পুনরায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টারর শফিকুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৮ আগস্ট) বেলা ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ওভারপাসের নিচে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেটসহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে লাকসাম ও আখাউড়া জংশন লোকোসেড থেকে দুটি রিলিফ ট্রেন এনে রোববার সকাল ৯টায় উদ্ধার কাজ শেষ করলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!