শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি প্রতিবন্ধী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘর পেয়ে খুশি হয়েছেন পরিবারের সদস্যরা।
সোমবার (৩০ মে) শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান চাবি হস্তান্তর করেন।
জানা যায়, গত ২৩ এপ্রিল শরীয়তপুর জেলা এনজিও কমিটির অর্থায়নে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের অসহায় বেগম রোকেয়ার বাড়িতে ঘরের কাজের শুভ উদ্বোধন করা হয়। নির্মাণ কাজ শেষ হওয়ায় সোমবার ঘরটির চাবি বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, “অসহায় বেগম রোকেয়া। প্রতিবন্ধী দুই ছেলে ও এক মেয়ে নিয়ে দীর্ঘদিন কষ্টে জীবনযাপন করছেন। তার ভালো কোনো ঘর ছিল না। থাকতেন পুরনো একটি ভাঙা ঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে তারা অনেক খুশি।”
বাড়ি পাওয়ার আনন্দে গৃহহীন প্রতিবন্ধী আলম চোকদার (৩০), জহির ইসলাম (২৮) ও মা বেগম রোকেয়া চোখে আনন্দ অশ্রু চলে আসে। ঘর পেয়ে কেমন লাগছে, এমন প্রশ্নে তিনি বলেন, “আমি প্রতিবন্ধী দুই ছেলে, নাতি ও এক মেয়েকে নিয়ে ভাঙা ঘরে থাকতাম। স্বপ্নেও কল্পনা করিনি আমি ইটের একখানা নতুন ঘর পাবো। শেখ হাসিনার সরকার আমাকে ইটের ঘর দিবেন। এই বয়সে ছেলেদের নিয়ে ইটের ঘরে থাকতে পারব। আমি ভীষণ খুশি হয়েছি ঘর পেয়ে। দোয়া করি শেখ মুজিবের বেটি শেখ হাসিনার জন্য।”
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসকের সহযোগিতায় জেলা এনজিও কমিটির অর্থায়নে আমরা এই প্রতিবন্ধী পরিবারকে ঘর নির্মাণ করে চাবি বুঝিয়ে দিয়েছি। তারা বংশগতভাবে তিন ভাই-বোন প্রতিবন্ধী। এটা জেনেটিক্স রোগ। আগামীতে তাদের চিকিৎসা ব্যবস্থা করার চেষ্টা করব।”
এসময় ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান ও জেলা এনজিও কমিটির আরও অনেকে উপস্থিত ছিলেন।