গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৫:৪৮ পিএম
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওরে শ্বশুর বাড়ি থেকে বীথি আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেওভোগ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বীথি ওই গ্রামের মো. বশিরের স্ত্রী এবং উপজেলার নকিববাড়ী গ্রামের মো. কদ্দুস মণ্ডলের মেয়ে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে শ্বশুর বাড়ির লোকজন।

নিহতের চাচা মো. আক্তার হোসেন মণ্ডল জানান, দেওভোগ গ্রামের মো. আবদুল মণ্ডলের ছেলে মো. বশিরের সঙ্গে প্রায় ১০ বছর আগে তার ভাতিজি বীথির বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে বীথির সঙ্গে তার স্বামীর মনোমালিন্য চলছিল। এরপর গত রাতে আত্মহত্যার খবর পাওয়া যায়। তাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এবিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মহব্বত খান জানান, লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Link copied!