• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ১২:৪০ পিএম
গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে চেকপোস্ট বসিয়ে ১০ কেজি গাঁজাসহ কনক হোসেন (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।

বুধবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২-এর গণমাধ্যম কর্মকর্তা মেজর এম রিফাত-বিন-আসাদ।

আটক মো. কনক হোসেন (২১) গাইবান্ধা জেলার মেঘডুমুর থানার রামচন্দ্রপুর এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে মহাসড়ক দিয়ে মাদক পাচাররোধে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার মেসার্স মাস্টার অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালান র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ঢাকা থেকে রংপুরগামী আল রশিদ ট্রাভেলসের একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চলিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৬০০ টাকা জব্দ করা হয়।

পরে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জব্দ আলামতসহ তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!