• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

গফরগাঁও সিপিবির সমাবেশে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২২, ০১:৪৮ পিএম
গফরগাঁও সিপিবির সমাবেশে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

‘দাম কমাও—জান বাঁচাও, ভোটাধিকার ফিরিয়ে দাও’ দাবিতে কেন্দ্রঘোষিত দাবিপক্ষের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুন) বিকাল ৫টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ শুরু হয়। সমাবেশে গফরগাঁও উপজেলা সম্পাদক কমরেড সাইফুস সালেহীনের বক্তব্য চলাকালে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে একদল যুবলীগ নেতাকর্মী সমাবেশে হামলা চালায়। সমাবেশের মাইক ভাঙচুর করে, ব্যানার ছিনিয়ে নেয় এবং সাইফুস সালেহীনকে শারীরিকভাবে লাঞ্ছনা করে। এই ঘটনায় ময়মনসিংহ জেলা সিপিবি তীব্র নিন্দা জানায় এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি করে।

এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত ও সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার বলেন, “করোনার অভিঘাতে দেশের অধিকাংশ মানুষ যখন চরম আর্থিক বিপর্যয়ের সম্মুখীন তখন জিনিসেরপত্রের দাম বৃদ্ধিতে মানুষের জীবন চরম সংকটে পড়েছে। সিপিবি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শ্রমজীবী মানুষের জন্য রেশন চালু, মজুদদারদের শাস্তি প্রদান, ফ্যামিলি কার্ড বাড়ানো ও ভোটাধিকারের দাবিতে দেশব্যাপী দাবি পক্ষের কর্মসূচি পালন করছে। এ ধরনের জনবান্ধব কর্মসূচিতে হামলা স্পষ্টতই প্রমাণ করে দেশে একধরনের ফ্যাসিবাদী শাসন চলছে। গণতন্ত্র ও বাকস্বাধীনতায় এ সরকার বিশ্বাসী নয়। প্রকারান্তে এ ধরনের হামলা প্রতিক্রিয়াশীলদের উৎসাহিত করবে। হামলা করে কোনো গণ-আন্দোলন থামানো যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।”

Link copied!