• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

গফরগাঁও সাহিত্য সংসদের উদ্যোগে নজরুলজয়ন্তী উদযাপন


গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২২, ০২:২৯ পিএম
গফরগাঁও সাহিত্য সংসদের উদ্যোগে নজরুলজয়ন্তী উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও সাহিত্য সংসদ ২৫ মে (বুধবার) বিকালে গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

সংগঠনের আহ্বায়ক সারোয়ার জাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুস সালেহীনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য  ফকির এ মতিন, প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার, গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাশার, চিত্রশিল্পী লুৎফর রহমান আরজু,  সংস্কৃতিসেবী ইউনুস আলী, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মুহাম্মদ ফারুকী, বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও শাখার সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, গফরগাঁও সাহিত্য সংসদের যুগ্ম আহ্বায়ক অসীম আচার্য্য, সদস্য নাসির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন সংগঠনের সদস্য আতিকুর রহমান সোহাগ, কাজী নজরুল ইসলামের অভিভাষণ আবৃত্তি করেন বাচিক শিল্পী জোবায়েত হোসেন রিমন।

নজরুলের জীবন ও  কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তরা বলেন, কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য যেমন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণ  মুক্তির সংগ্রামে মানুষকে উজ্জীবিত করেছে, একইভাবে সমকালীন বৈষম্যহীন, মানবিক সমাজ গড়ার কাজে অফুরন্ত প্রেরণা জুগিয়ে চলেছে।

Link copied!