• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী নির্ধারণ করুন’


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৮:০৪ পিএম
‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী নির্ধারণ করুন’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, "নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী নির্ধারণ করা উচিত। নয়তো বিতর্কিত ব্যক্তিরা ক্ষমতা পান এবং জনগণের দুর্ভোগ বাড়ে।"

রোববার (১৭ অক্টোবর) দুপুরে সুজনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, "দলগুলো মনোনয়ন দেয় বটে, তবে সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত হয় না। অনেক ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিরা মনোনয়ন পান। মনোনয়ন বাণিজ্য বিরাট ভূমিকা পালন করে। ফলে উপযুক্ত ব্যক্তির নেতৃত্ব হারায় জনগণ।"

নির্বাচনের ফলাফল নিয়ে বদিউল আলম বলেন, "সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হয়। যা এখন বহুল অংশে ধ্বংস হয়েছে। বস্তুত নির্বাচন এখন নির্বাসনে চলে গেছে।"

এদিকে প্রতিনিধি সভায় নতুন সদস্য সংগ্রহসহ সুজনের কর্মকাণ্ড এগিয়ে নেওয়া উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সুজনের রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন এই সভার সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর জেলা সম্পাদক আফতাব হোসেন, মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, লালমনিরহাটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানুসহ বিভাগের আট  জেলার সভাপতি ও সম্পাদকরা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!