• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

খেলার ছলে ভবন থেকে লাফ, ২ কিশোরের মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ০৫:৫৭ পিএম
খেলার ছলে ভবন থেকে লাফ, ২ কিশোরের মৃত্যু

চট্টগ্রামের খাতুনঞ্জে ভবন থেকে খালে লাফ দিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে খাতুনগঞ্জ এলাকার চাক্তাই খালে নিখোঁজের চার ঘণ্টা পর পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- মো. মামুন (১৮) ও মো. হৃদয় (১৩)। তাদের বাড়ি বাকলিয়া মহাজের কলোনীতে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম জানান, শনিবার দুপুরে মামুন ও হৃদয় একটি লোহার ব্রিজের ওপর থেকে খালের পানিতে লাফিয়ে পড়ে খেলছিল। একপর্যায়ে তারা দুজনই ব্রিজের পাশে সোনা মিয়া ভবনের পাঁচতলার ছাদে উঠে খালের পানিতে লাফ দেয়। কিন্তু তারা পানিতে পড়ে আর উঠেনি। এরপর বিকাল সাড়ে চারটার দিকে পানির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানিয়েছে, প্রতিদিন নদীতে জোয়ার আসলে আরও কিছু কিশোর ব্রিজ থেকে কিংবা বিভিন্ন উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে খেলা করে। আজকেও একই কাজ করতে গিয়ে দুজন পানি থেকে আর উঠতে পারেনি।

Link copied!