• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

খুলনায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০৩:০৯ পিএম
খুলনায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় মো. আব্দুর রহমান নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলার অন্য একটি ধারায় তাকে খালাস দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জুন) খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত (ভারপ্রাপ্ত) বিচারক তাস‌নিম জোহরা এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আব্দুর রহমান চর রূপসা বাগমারা এলাকার বা‌সিন্দা আব্দুর লুৎফর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসা‌মি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানা যায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি রাতে র‌্যাবের একটি দল ৩২ বোতল ফে‌নসি‌ডিল, এক বোতল হুইস্কি, এক বোতল ভারতীয় মদসহ আব্দুর রহমানকে আটক করে। 

এ ব্যাপারে ওই দিন রাতেই র‌্যাবের ডিএডি মো. নুর ই আলম বাদী হয়ে মাদক আ‌ইনের দুটি ধারায় আব্দুর রহমা‌নকে আসা‌মি করে মামলা করেন। একই বছরের ৫ ফেব্রুয়া‌রি রূপসা থানার উপপরিদর্শক (এসআই) এম এ ক‌রিম তাকে আসা‌মি করে আদালতে অভিযোগপত্র দা‌খিল করেন। 

Link copied!