• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২২, ০৭:৪৬ পিএম
খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় খালের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১টার দিকে ওই এলাকার ৫ নম্বর ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম মো. শামিম (১০) ও রবিউল ইসলাম (৭)। তারা কল্পলোক আবাসিক সংলগ্ন লিজার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতো। মৃত দুই শিশু চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মাদ্রাসায় পড়ত। ঈদের ছুটিতে গত বুধবার তারা বাসায় আসে।

পরিবারের সূত্রে জানা যায়, শফিকুল, রবিউল ও মো. শামীম তিন ভাই। তাদের মধ্যে শফিকুল ও রবিউল সহোদর। মো. শামীম তাদের খালাতো ভাই।

নিহত রবিউলের বড় ভাই শফিকুল (১৫) ইসলাম বলে, দুপুরে তারা তিনজন একসঙ্গে খেলে। এরপর সে ঘরে চলে আসে। তার দুই ভাই এক ফাঁকে খালে গোসল করতে নেমে যায়। কিন্তু তারা সাঁতার জানত না। গোসল করতে নেমে ডুবে যায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, “গোসল করার সময় শিশু দুটি ৫ নম্বর ব্রিজঘাটা খালে ডুবে যায়। পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!