• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খাগড়াছড়িতে টিআইবি ও সনাকের মানববন্ধন


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০২:০৬ পিএম
খাগড়াছড়িতে টিআইবি ও সনাকের মানববন্ধন

কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ  ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি  ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।

রোববার সকালে শাপলা চত্বরে সনাকের জেলা সভাপতি বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে  আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, গবেষক ও জাবারাং-এর নির্বাহী পরিচালক মথুরা ত্রিপুরা, সাংবাদিক আবু দাউদ।

এসময় বক্তারা বলেন, সোমবার থেকে যুক্তরাজ্যের গ্লাসগোতে জলবায়ু সম্মেলন শুরু হতে যাচ্ছে। ছয় বছর আগে প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য ১৯৬টি দেশ চুক্তি করলেও তা মানা হয়নি। কার্বন নিঃসরণ ঠেকাতে ২০২১ সালের পরে নতুন করে কোনো প্রকার কয়লা জ্বালানি নির্ভর প্রকল্প অনুমোদন ও অর্থায়ন না করার অনুরোধ জানানো হয়। এছাড়া জীবন, জীবিকা, বন-পরিবেশ  ও  প্রাকৃতিক সম্পদ রক্ষায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ঝুঁকিপূর্ণ শিল্পায়ন বন্ধের দাবি জানান বক্তারা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!