• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘কৃষক অ্যাপ’ এর মাধ্যমে কৃষক নির্বাচন


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২২, ০৭:৪২ পিএম
‘কৃষক অ্যাপ’ এর মাধ্যমে কৃষক নির্বাচন

মাগুরায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের লক্ষে ‘কৃষক অ্যাপ’ লটারির মাধ্যমে ৫৩৮ জন কৃষক নির্বাচন করা হয়েছে।

সোমবার (১৬ মে) বিকেল ৪টায় সদর উপজেলা মিলনায়তনে কৃষক অ্যাপসের মাধ্যমে লটারিতে এ কৃষক নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ৪ হাজার ২০৪ জন কৃষক লটারিতে অংশ নেন। এর মধ্যে লটারির মাধ্যমে ৫৩৮ জন কৃষক বাছাই করা হয়। চলতি বোরো মৌসুমে বাছাইকৃত এসব কৃষকের কাছ থেকে ১ হাজার ৬১৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ২৭ টাকা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.হাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, খাদ্য পরির্দশক রতন কুমার দাস, উপ খাদ্য পরিদর্শক আল আমীন প্রমুখ।

সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।  

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!