• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

কুমড়োর ভেতর ফেনসিডিল পাচার, ২ নারী আটক


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৯:০২ এএম
কুমড়োর ভেতর ফেনসিডিল পাচার, ২ নারী আটক

কুমড়োর ভেতর বিশেষ কৌশলে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা পলাশবাড়ীর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটকরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ওয়াজ আলীর স্ত্রী হামিদা বেগম (৬৪) ও রাগজান নদী গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী নুরছাফা বেগম (৫২)।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাত দিয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার জানান, শনিবার সকালে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তারা দুইটি কুমড়োর ভেতরে বিশেষ কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেন এবং দুই নারীকে আটক করেন।

Link copied!