• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৮:৩৫ পিএম
কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লার নাঙ্গলকোটে বিরুলিয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির সদস্যরা হলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন প্রতিনিধি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, বিরুলিয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী মঙ্গলবার (১৮ জানুয়ারি) তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। তখনই এ দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, “দগ্ধ ছয় রোগীর স্বজনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাকিদের জন্য ১০ হাজার অথবা প্রয়োজন হলে আরও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।”

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. আসিফ ইমরান জানান, পাঁচজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কুমেক হাসপাতালে এখনও ১০ জন চিকিৎসা নিচ্ছেন। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নাঙ্গলকোট উপজেলার বিরুলিয়া গ্রামের বেলুন ব্যবসায়ী আনোয়ার হোসেন বেলুন ফোলানোর সময় বাড়িতে প্রতিবেশীরা ভিড় জমান। হঠাৎ করে বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এতে শিশুসহ অন্তত ৪০ জন আহত হন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!