কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলার ১৭ উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন নারী ও দুজন পুরুষ।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭৭। একই সময়ে নতুন করে ২০৩ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৭৭০ জনের নমুনা পরীক্ষায় ২০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৭৬৭। আক্রান্তের হার ১১ দশমিক ৫ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৫২ জন, আদর্শ সদরের তিনজন, সদর দক্ষিণে তিনজন, বুড়িচংয়ে ১৪ জন, ব্রাহ্মণপাড়ায় ছয়জন, চান্দিনায় একজন, চৌদ্দগ্রামে ১৩ জন, লাকসামে ২০ জন, দেবীদ্বারে দুইজন, দাউদকান্দিতে একজন, লালমাইয়ে ১১ জন, নাঙ্গলকোটে ২২ জন, বরুড়ায় ২৩ জন, মনোহরগঞ্জে ১০ জন, মুরাদনগরে নয়জন, মেঘনার ১১ জন এবং হোমনা উপজেলায় দুইজন রয়েছে।
ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নাঙ্গলকোটে দুইজন এবং কুমিল্লা সিটি করপোরেশন, দাউদকান্দি, লালমাই ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে।