• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কিশোরকে অপহরণ রোহিঙ্গা সন্ত্রাসীদের


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৩:৩৭ পিএম
কিশোরকে অপহরণ রোহিঙ্গা সন্ত্রাসীদের

কক্সবাজারের টেকনাফে আবদুর রহমান আবছার নামের এক কিশোরকে অপহরণ করে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়দেইল পাহাড়ি এলাকায় শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় মোহাম্মদ শরীফ নামের এক পানচাষি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, পাহাড়ে বরজে কাজ করতে গিয়েছিলেন আবদুর রহমান আবছার ও মোহাম্মদ শরীফ। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পানের বরজে হামলা করে কিশোর আবদুর রহমান আবছারকে তুলে নিয়ে যায়। তখন পেছন থেকে মোহাম্মদ শরীফকে গুলি করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে বিষয়টি দেখছেন। রোহিঙ্গা সন্ত্রাসীদের আটক ও অপহৃত কিশোরকে উদ্ধারে কাজ চলছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর স্থানীয় দুই বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গারা। সে সময়ে অন্তত তিনজন গুলিবিদ্ধ হন। পরে অপহৃত দুইজন মুক্তিপণে ছাড়া পান।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!