• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে এসএসসি ও এইচএসসি


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৭:১৩ পিএম
অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে এসএসসি ও এইচএসসি

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মাউশি) অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেছেন, “সরকার নভেম্বর এবং ডিসেম্বর মাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্ততি নিচ্ছে। তবে করোনা পরিস্থিতি যদি সহনীয় পর্যায়ে না আসে তাহলে চলমান অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

শনিবার (২৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিদর্শনের সময় শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে সৈয়দ গোলাম ফারুক এ কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। কিন্তু ১৮ বছরের উপরে সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার পর কলেজ খুলে দেওয়া হবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী স্কুল খোলা হবে।

এ সময় মাউশির পরিচালক, ঢাকা অঞ্চল অধ্যাপক মনোয়ার হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

Link copied!