• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার তরমুজ বিক্রিতে প্রশাসনের সতর্কতা


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ০৯:৪৫ পিএম
এবার তরমুজ বিক্রিতে প্রশাসনের সতর্কতা

তরমুজ কেজি দরে বা বাড়তি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বার্তা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রকিবুর রহমান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। সভায় বরিশালের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা তরমুজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন জানান, পিস হিসেবে তরমুজ কিনে ভোক্তা পর্যায়ে তা কেজি দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এ পর্যন্ত একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

এরপরও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হচ্ছে তরমুজ পিস হিসেবে কিনে ভোক্তাদের কাছে পিস হিসেবেই বিক্রি করতে হবে, কেটে বিক্রি করা যাবে না; আড়তদাররা মূল্য তালিকার বাইরে বাড়তি মূল্য নিতে পারবেন না।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!