• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

একই স্থানে সকাল ও বিকেলে সড়ক দুর্ঘটনা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৬:১২ পিএম
একই স্থানে সকাল ও বিকেলে সড়ক দুর্ঘটনা

বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম পৌরসভার যে স্থানে সকালে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছিল ঠিক একই জায়গায় আবারও ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এত কেউ হতাহত হননি। 

শুক্রবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজশাহীগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বরোডের সঙ্গে দক্ষিণ পাশে অবস্থিত সিএনজি স্টেশনের ভিতরে ঢুকে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও তিনটি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও চারটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকাগামী ট্রাকটি পালিয়ে গেছে। 

সরেজমিন গিয়ে দেখা যায়, সকালে দুর্ঘটনাস্থল থেকে একটি কাভার্ডভ্যান রাস্তা থেকে অপসারণ করে নিয়ে গেলেও অপর একটি কাভার্ডভ্যান রাস্তায় পড়ে আছে।

বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী বলেন, সকাল এবং বিকেলে একই স্থানে দুর্ঘটনা ঘটেছে। আমাদের টিম পাঠানো হয়েছে গাড়ি দুটো উদ্ধার করে নিয়ে আসার জন্য। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!