নাটোরে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লিপি বেগম (২৫) নামের এক নারী।
সোমবার (১৬ আগস্ট) সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী।
লিপি বেগম নাটোর সদর উপজেলার একডালা এলাকার মাসুদের স্ত্রী। বিয়ের দুই বছর পরই এক সঙ্গে তিন সন্তান পেয়ে খুশি দম্পতি।
নাটোর সদর হাসপাতাল সূত্র জানা যায়, সোমবার ভোরে প্রসব ব্যথা নিয়ে ওই লিপি বেগমকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান ১০টা ৩৬ মিনিটে এবং তৃতীয় সন্তান ১০টা ৪২ মিনিটে প্রসব করেন ওই মা।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আমিনুল ইসলাম জানান, বর্তমানে শিশু তিনটি এবং তাদের মা সুস্থ আছেন। তবে শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম।
লিপি বেগমের স্বামী মাসুদ বলেন, “তিন সন্তান পেয়ে আমি ও আমার পরিবার অনেক খুশি। আল্লাহের রহমতে সন্তান ও তাদের মা সুস্থ রয়েছে।”