• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক ইলিশের দাম পাঁচ হাজার টাকা!


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২, ০৯:৪৫ পিএম
এক ইলিশের দাম পাঁচ হাজার টাকা!

বরগুনার বিষখালী নদীতে দুই কেজি ওজনের একটি ইলিশ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বরগুনা পৌর মাছ বাজারে মাছটি বিক্রি হয়েছে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে বিষখালী নদী থেকে স্থানীয় এক জেলে দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরে বাজারে নিয়ে আসেন। পাঁচ হাজার টাকায় পাইকারি দরে খুচরা মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

বরগুনা পৌর মাছ বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী কামাল বলেন, “সন্ধ্যার পরে স্থানীয় এক জেলে মাছটি বাজারে নিয়ে আসেন। দুই কেজি ওজনের মাছটি পাঁচ হাজার টাকায় ক্রয় করছি। কিছু টাকা বেশি পেলে বিক্রি করে দিব।”

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় এখন নদীতে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। বড় সাইজের মাছ শাখা নদীতে ঢুকতে পারছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!