• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৪ রমজান ১৪৪৬

ঈদে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০২:৩১ পিএম
ঈদে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গৌরনদীর বাটাজোরের বাইছখোলা এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের পিপড়াখালী এলাকার আব্দুর রহমানের ছেলে কামরুল হাসান (২৪) ও তার খালতো ভাই মো. হোসাইন ভূঁইয়া (২৩)।

গৌরনদী হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট মো. মাহাবুব উজ্জ্বল জানান, কামরুল ও হোসাইন পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সকাল ৯টার দিকে বাইছখোলা এলাকা পৌঁছালে বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজনেরই মৃত্যু হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!